Asraful Islam Canada Migration from Bangladesh 29 m · সাস্কাচোয়ান পিএনপিতে ফেঞ্চ ভাষার নূতন ভুমিকা !!! ============================== সাস্কাচোয়ান পিএনপিসাধারনত প্রতি বছর শীতের শুরুতে তার ইমিগ্রেশন প্রোগ্রামে পরিবর্তন এনে থাকে, এই বছর হয়ত একটু দেরিতেই আনল। কানাডা ইমিগ্রেশন প্রত্যাশী বাঙ্গালীর আশা ভরসার কেন্দ্রস্থল সাস্কাচোয়ান পিএনপিতে পয়েন্ট বণ্টনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করেছে ২৪ নবেম্বর ২০২০ থেকে। এখন থেকে সাস্কাচোয়ান পিএনপির পয়েন্ট বণ্টন ১০০ এর পরিবর্তে ১১০ উন্নীত করা হল এবং নুন্যতম পাস মার্ক আগের মত ৬০ রাখা হল। নতুন ১১০ পয়েন্টের বণ্টনে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য বাড়তি ১০ পয়েন্ট দেয়া হয়েছে, আমরা ধরে নিতে পারি এই পয়েন্টটি বাংলাদেশী আবেদনকারীদের ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষা দক্ষতার পয়েন্ট হিসাবে বিবেচিত হবে। নতুন নিয়ম অনুসারে কানাডার দ্বিতীয় ভাষার(বাঙ্গালীর জন্য ফ্রেঞ্চ ভাষা) জন্য বাড়তি ১০ পয়েন্ট সাস্কাচোয়ানের পয়েন্ট বণ্টনে দেয়া হয়েছে , এতে করে একজন আবেদনকারী ২ থেকে ১০ পয়েন্ট বাড়তি পয়েন্ট পেতে পারেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ(আমাদের জন্য ফ্রেঞ্চ) CLB 4 এর জ...