অনুবাদ আর্তুগ্রুল
শীর্ষ ৯ তুর্কি ঐতিহাসিক সিরিজ যা দর্শকদের জন্য নতুন সিজন নিয়ে আসবে, কখন আসবে সে বিষয়ে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করবো ।
#বার্বারোসাঃ এনজিন আলতান এবং উলাস টুনা অভিনীত এই সিরিজটিতে বারবারোসার চার ভাইয়ের গল্প দেখানো হবে, যারা পুরো ভূমধ্যসাগরকে নিয়ন্ত্রণ করেছিল। শুটিং চলছে এবং সিরিজটি সেপ্টেম্বরে মুক্তি পাবে এবং শীগ্রই একটি ট্রেইলর প্রকাশ পাবে ।
#আল্প_আরসালানঃ বারিচ আদরুস ও ফাহরিয়া ইভেন অভিনীত, উয়ানিস বুয়ুক সেলজুক সিরিজের বেইলিক সেলজুকুল্লু সুলতান আল্প আরসালানের গল্প দেখানো হবে, যাকে সেলজুক সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সুলতান হিসাবে বিবেচনা করা হয়। শুটিং শুরু হবে আগস্টে।
#ডেসটানঃ ডেসটান সিরিজটি একটি অনাথ মেয়ে এবং একজন খানের ছেলের গল্প দেখানো হবে, যার বাহু পক্ষাঘাতগ্রস্ত। তুর্কি বসতিগুলো ইসলামে ধর্মান্তরিত হওয়ার পরে নবম শতাব্দীতে মধ্য এশিয়ায় ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। এই মাসেই শুটিং শুরু হবে।
#মেভলানাঃ সিরিজটি মধ্যযুগীয় সুফি কবি, দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ, বিখ্যাত জালালউদ্দিন রুমির ভাগ্যকে কেন্দ্র করে তৈরী হবে। এটি তুর্কি টেলিভিশনের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হবে যা কেবল পাবলিক টিভি নয় বিদেশেও বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছে।
#হেই_সুলতানঃ অভিনীত মেহমেত ওজগুর, এই সিরিজটি বিখ্যাত সুফি এবং ইসলামী পন্ডিত আবদুল কাদির জিলানির গল্প দেখানো হবে। আবদুল কাদির জিলানির চরিত্রে অভিনয় করছেন মহান সেলজুক সিরিজরে নিজামুল মূলক চরিত্রের অভিনেতা ,সিরিজের শুটিং শেষ হয়েছে।
#ইয়াভুজঃ যদিও এই সিরিজটি অনেক আগেই জানা গিয়েছিল, এখনও সিরিজের শুটিং শুরু হয়নি। আশা করি নতুন সিজন নিয়ে এই সিরিজটি শুরু হবে। এই সিরিজের গল্পটি অটোমান সুলতান ইয়াভুজ সেলিমের জীবনী ঘিরে!
#ফাতেহ_সুলতানঃ সিরিজটি ভিনিশিয়ান রেনেসাঁ আর্টিস্ট জেন্টিল বেলিনি এবং ফাতিহ সুলতান মেহমেত খানের মধ্যে অসাধারণ বন্ধুত্ব নিয়ে। সিরিজটির শুটিং শুরু হয়নি ।
#কুরুলুস_উসমানঃ নতুন সিজনে সিরিজটি নতুন চমক নিয়ে পর্দায় ফিরবে বলে সবার প্রত্যাশা। তবে ধারনা করা হচ্ছে সিরিজটির ৩য় সিজন জানুয়ারীর দিকে আসতে পারে ।
#মেনদিরমান_জালালুদ্দিনঃ সিরিজটি দ্বিতীয় সিজনের শুটিং চলছে ,, আশা করা হচ্ছে শীগ্রই আসবে ।
আগত সবগুলো সিরিজ আমাদের অনুবাদ আর্তুগ্রুল এবং ঐতিহাসিক তুর্কীরা পেজে প্রচার করবো ইনশাআল্লাহ।
Comments
Post a Comment