Networking problem solved in village
নেটওয়ার্কের সমস্যা ভুগছেন, ঘর অফিসের ভেতর থেকে মোবাইলে কথা বলতে পারছেন না, ৩জি ৪জি ইন্টারনেট ব্রাউজিংয়ের ভালো স্পীড পাচ্ছেন না, মোবাইল অ্যাপস ব্যবহার করে দেশ বিদেশে অডিও ভিডিও কলে কথা বলতে সমস্যা হচ্ছে কথা কেটে যাচ্ছে বাফারিং হচ্ছে..!
বাংলাদেশে গ্রাহক বৃদ্ধির সাথে সাথে বেশ কিছু এলাকাতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এটা আমি আপনাদের সাথে একমত নেটওয়ার্ক সিগনাল নিয়ে আপনার এলাকায় সমস্যা থাকতেই পারে। তাই আপনার এলাকার ৩জি ৪জি নেটওয়ার্ক নিয়ে অভিযোগ জানান গ্রামীনফোন রবি এয়ারটেল বাংলালিংক টেলিটকের হটলাইন কাস্টমার কেয়ার নাম্বারে/ফেসবুক পেইজে/ইমেইলও করতে পারেন আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন। তাছাড়া গ্রামীনফোন রবি এয়ারটেল বাংলালিংক টেলিটকের এর কাজে নিয়োজিত অপারেটর কর্তৃপক্ষের লোকদেরকে ফোন বা ইমেইল করতে পারেন। গ্রামীনফোন রবি এয়ারটেল বাংলালিংক টেলিটকের কর্তৃপক্ষ যদি আপনার সমস্যার সমাধান না করে তাহলে আপনার জন্য বিটিআরসির "BRTC" দরজা খোলা রয়েছে। BTRC HELPLINE NUMBER "100"তে কল করুন বা চেয়ারম্যানকে ইমেইল করে জানান।
আপনারা যারা ইতিমধ্যেই নেটওয়ার্ক সমস্যা নিয়ে বিভিন্ন মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে অভিযোগ করেছেন তারা হয়ত মোবাইল অপারেটর কর্তৃপক্ষের ভবিষ্যৎ কার্যক্রম দেখে হতাশাগ্রস্ত ও বর্তমান নেটওয়ার্কে সমস্যায় জর্জরিত এবং একই সাথে এই সমস্যা থেকে উত্তোলনের সমাধান খুঁজছেন..!
সর্বশেষে আপনি এই নেটওয়ার্ক সিগন্যাল সমস্যা থেকে সমাধান এর জন্য নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি করার লেটেস্ট টেকনোলজির নতুন ইনোবেশন গেজেট/ ডিভাইস টাকা খরচ করে ব্যবহার করতে পারেন। এতে আমি নিশ্চিত যে আপনার বাসার ভিতরে মোবাইলের নেটওয়ার্ক ও ইন্টারনেটের নেটওয়ার্কের সমাধান হবে।
বাংলাদেশের এই নেটওয়ার্ক সিগন্যাল সমস্যা থেকে সমাধানের জন্য SS Technologies নামে একটি কোরিয়ান প্রতিষ্ঠান দিচ্ছে একটি স্মার্ট টেকনোলজি গ্যাজেট যা কিনা আমরা নেটওয়ার্ক সিগন্যাল এমপ্লিফায়ার বা রিপিটার নামেই অনেকটা পরিচিত প্রথমে আমি কনফিউশনে ছিলাম যে ডিভাইসটির সত্যিকার অর্থেই কাজ করে কিনা আমার নেটওয়ার্কের সমস্যার সমাধান হবে কিনা অনেক দ্বিধা মধ্যে থেকে তাদের সাথে যোগাযোগ করে, একটা ডিভাইস ক্রয় করি,
আলহামদুলিল্লাহ, সেই থেকে আমার ঘরের ভিতরের নেটওয়ার্কের সমস্যা মোবাইলের নেটওয়ার্ক প্লাস ইন্টারনেটের নেটওয়ার্ক সকল সমস্যা সমাধান হয়ে গেছে ঘরের ভিতরে একাধিক মোবাইল থাকা শর্তেও কল DROP হওয়ার কোন সম্ভাবনা এখন আর নেই, ধন্যবাদ S.S Technologies প্রতিষ্ঠানকে।
এই প্যাকেজটি আপনি ব্যবহার করলে আপনি আপনার ঘরের ভেতর থেকে মোবাইলে নেটওয়ার্ক ও ইন্টারনেটের নেটওয়ার্ক দুটোই একসাথে ইউজ করতে পারবেন। প্যাকেজটি তিন মাসের মানিব্যাক গ্যারান্টি ও তিন বছরের ডিভাইস ওয়ারেন্টি দিয়ে থাকে।
এছাড়া আপনি বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে তাদের কাস্টমকেয়ার +8801772277088 নাম্বারে যোগাযোগ করে আপনার নেটওয়ার্কের সমস্যা সমাধান নিতে পারেন, অত্যন্ত বিনয়ের সাথে তারা কাস্টমার সার্ভিস প্রদান করে। আমার মতে SS Technologies বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য একটি কোরিয়ান প্রতিষ্ঠান।
আমি নিজেও একটা ইউজ করতেছি ভালই সার্ভিস পাচ্ছি ঘরের ভিতর থেকে ফোরজি নেটওয়ার্ক পাচ্ছি। সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে, আপনার এরিয়াতে-গ্রামে-বাড়ির আশে পাশে ফোরজি নেটওয়ার্ক কভারেজ থাকুক অথবা নাই থাকুক আপনি এই ডিভাইসটির আওতাধীন তিনশ মিটারের ভেতর যেখানেই থাকুন না কেন নিশ্চিন্তে ৪জি/LTE মোবাইলে নেটওয়ার্ক ও ইন্টারনেটের নেটওয়ার্ক দুটোই একসাথে ইউজ করতে পারবেন। বাংলাদেশের যেকোনো সিমের নেটওয়ার্ক সিগন্যাল সাপোর্ট করে বিধায় আপনি যে কোন নেটওয়ার্কে কথা বলতে পারবেন ঘরের ভেতর থেকে। ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় লোডিং এর কোন সমস্যা থাকবে না ক্রিস্টাল ক্লিয়ার কথা বলতে পারবেন।
ডিভাইসটি প্যাকেজটি বাংলাদেশের যে কোনো দূর্বল মোবাইল নেটওয়ার্ক টেলিটক রবি বাংলালিংক গ্রামীনফোন ইত্যাদি সিগন্যালকে বৃদ্ধি ও শক্তিশালী করতে দারুণ কার্যকরী। প্যাকেজটি তিন মাসের মানিব্যাক গ্যারান্টি ও তিন বছরের ডিভাইস ওয়ারেন্টি। তাহলে আর দেরি কেন, যেখানে মোবাইল সিগন্যাল খুবই স্লো, মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজিং করা যায় না, সেখান থেকেই আমাদের ৩জি ৪জি নেটওয়ার্ক সিগন্যাল বুষ্টারের কাজ শুরু ফোরজির গতিতে ইন্টারনেট ব্রাউজিং করুন সবাই মিলে।
নির্দিষ্ট একটা কভারেজ এরিয়ার ভিতরে যতগুলা মোবাইল থাকবে যেকোন কোম্পানির সিম হোক না কেন; সব মোবাইলেই ৩জি ৪জি নেটওয়ার্ক পাবেন, যেখানে আগে নেটওয়ার্ক সিগন্যাল ছিল না।
Comments
Post a Comment